ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম স্ত্রীসহ করোনা আক্রান্ত
অভিযান নিউজঃ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও করোনা পজিটিভ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ জুন) রাতে সে এসব তথ্য জানিয়েছেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টের তিনি পোস্টে লিখেছেন, কভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজেটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।
এ ব্যাপারে তিনি বলেন, শনিবার রাতে তিনি করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ জানতে পেরেছেন। তার স্ত্রীর করোনা পজিটিভ এসেছে। তাকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
সরোয়ার আলম বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তার দুই সন্তান সুস্থ আছেন।